লোগো নিয়ে কিছু কথা.....
লোগো হল এমন একটি প্রতীক বা
চিহৃ যার মাধ্যমে যে কোনো প্রতিষ্ঠানকে তার নিজেদের লোগো দ্বারা সহজে চিহৃত করা যায়।
লোগো প্রতিষ্ঠানের পরিচয় বহন করে থাকে। লোগো ডিজাইনের মাধ্যমে এখন অনলাইনে বর্তমান সময়ে অনেক টাকা উপার্জন করা যাচ্ছে, বিভিন্ন মার্কেট প্ল্যাসে কাজ
করে। যেমনঃ- আপওয়ার্ক, ফায়ভার ইত্যাদি । বৈদ্রেশিক মুদ্রা উপার্জন করা সম্ভব হচ্ছে দেশের ভিতর থেকেই
এবং পাশাপাশি বেকারত্ব হ্রাস পাচ্ছে। আর এ সব কিছুই সম্ভব হচ্ছে কম্পিউটারের সাহায্য
নিয়ে। তাই কম্পিউটার শিক্ষা আমাদের জন্য এখন খুবই গুরুত্বপুর্ণ হয়ে দাড়িয়েছে। ছোট কিংবা
বড় ধরনের যে কোনো চাকরীতে এখন কম্পিউটার প্রয়োজন হয়ে থাকে।
No comments