Privacy & Policy

 এই আর্টিকেল kawsercomputer.blogspot.com ওয়েবসাইট এর, এবং আমাদের অন্যান্য সেবার গোপনীয়তা নীতিমালা বা (Privacy Policy) বর্ণনা করা হলো। এটি সময়ের সাথে হালনাগাদ করা হতে পারে। এ সম্পর্কে আপনার/আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ জানাতে চাইলে যোগাযোগের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।


এই ওয়েবসাইট এ এমন কোন প্লাগিন ব্যবহার করা হয় না ট্র্যাকিং সিস্টেম থাকতে পারে। সাইটের মাধ্যমে কোনও ইউজারের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে সেগুলো বাণিজ্যিক কাজে ব্যবহার করা আমাদের উদ্দেশ্য নয়।


অনুসরণ সেবার জন্য আমরা Blogger এর Followers ব্যবহার করি। আমরা কখনোই স্প্যামিং করিনা। আমরা অটোম্যাটিকের নিরাপত্তার ওপর আস্থা রাখি, এবং আমরা নিজেরা ব্যবহারকারীদের তথ্যের সর্বোচ্চ সুরক্ষা দেয়ায় সদা সচেষ্ট। আপনি চাইলে যেকোনো সময় আমাদের প্রেরিত ইমেইল ওপেন করে সেখান থেকে অনুসরণ নিয়ন্ত্রণ বা বন্ধ করতে পারেন।


সাইটে প্রত্যেকেই নিজ নিজ মন্তব্য ও পোস্ট/কনটেন্টের জবাবদিহিতা/কপিরাইট সংরক্ষণ করবেন। সাইট অ্যাডমিন চাইলে, কমিউনিটির স্বার্থে ক্ষতিকর/বিভ্রান্তিমূলক কনটেন্ট সম্পাদন করার অধিকার রাখেন।


আমরা এই ওয়েবসাইট ও এর সম্ভাব্য আওতাধীন সংশ্লিষ্ট অন্যান্য কনটেন্টের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করে থাকি। এ ব্যাপারে সবার সহযোগিতা একান্ত কাম্য।



No comments

Powered by Blogger.