Adobe Photoshop

  • ছবির_ব্যাকগ্রাউন্ড_রিমুভ_করা। 
  1. প্রথমে Photoshop ওপেন করতে হবে।
  2. টুল বক্স থেকে Background Eraser Tool Select করতে হবে।
  3. তারপর Options Bar থেকে Simply Ones সিলেক্ট করতে হবে।
  4. Options Bar থেকে Discontinious সিলেক্ট করতে হবে। Tolarance 50 করে নিতে হবে। 
  5. তারপর ছবির Background এ ব্রাশ টুল দিয়ে ব্রাশ করতে হবে। 
  • মাথার_চুল_ঠিক_রেখে_background_remove_করা। 

  1. প্রথমে Photoshop ওপেন করতে হবে।
  2. এরপর ক্লিক করতে হবে Filter এ।
  3. Filter থেকে Extract ।
  4. তারপর ক্লিক করতে হবে highlight pen Tool এ।
  5. তারপর ছবিটির চার পাশ দিয়ে ড্র করতে হবে।
  6. ড্র করার পর Smooth 69 করে নিতে হবে।
  7. তারপর ক্লিক করতে হবে রং এর বালতির মত Fill অপশনটিতে ।
  8. অপশনটিতে ক্লিক করার পর ক্লিক করতে হবে ড্র করা ছবিটির ভিতরের দিকে।
  9. এরপর ক্লিক করতে হবে ওকে তে।
  10. এরপর Background Color পরিবর্তন করে নিতে হবে।
  11. নতুন একটি Layar নিতে হবে । Layar নেওয়ার পর কীবোর্ড থেকে Ctrl + Backspace ক্লিক করতে হবে।ক্লিক করার পর Background মুছা ছবিটি টেনে Colar Layar এর উপরে নিয়ে যেতে হবে। 
  • ছবির_ফেস_smooth_করা।

  1. প্রথমে Photoshop ওপেন করতে হবে।
  2. ছবির Layer এর Lock টি Alt চেপে ধরে Unlock করে নিতে হবে।
  3. তারপর ঢুব্লিকেট একটি Layer তৈরি করতে হবে।
  4. ঢুবলিকেট Layer Select থাকা অবস্থায় Ctrl + I ক্লিক করে ছবিটিকে Invert করে নিতে হবে।
  5. Blending Mode থেকে Vivid Light Select করতে হবে।
  6. এরপর Filter থেকে Other এ গিয়ে High Pass এ ক্লিক করতে হবে।
  7. এরপর Redius এর পরিমাণ ৪০ দিয়ে ওকে করতে হবে।
  8. আবার Filter এ গিয়ে Blur। Blur থেকে Gussion Blur এ ক্লিক করতে হবে।
  9. এরপর ইচ্ছে মত Redius মান দিয়ে ওকে করতে হবে।
  10. এরপর Alt চেপে ধরে Mask Icon টি তে ক্লিক করতে হবে।
  11.  Fereground Color সাদা এবং Background Color কালো করে নিতে হবে।
  12. ব্রাশ টুল টি সিলেক্ট করে এর Opacity এবং Flow ১০০% করে নিতে হবে।
  13. এরপর ছবিটির ওপর আস্তে আস্তে ব্রাশ দিয়ে ঘষা- মাজা করতে হবে।
  • কালো_ছবিকে_উজ্জ্বলতা_দেওয়া।

  1. প্রথমে Photoshop ওপেন করতে হবে।
  2. তারপর New layer নিতে হবে।
  3. টুল বক্স থেকে Fereground কালার কালো এবং Background কালার সাদা আছে কিনা তা দেখতে হবে।যদি না থাকে তাহলে Fereground কালার কালো এবং Background কালার সাদা করে নিতে হবে। Ctrl+Backspace ক্লিক করতে হবে।
  4. Alt চেপে ধরে Mask icon এ ক্লিক করতে হবে।
  5. Blending Mode পরিবর্তন করে Soft light করে নিতে হবে।
  6. Fereground কালার সাদা এবং Background কালার কালো করে নিতে হবে।
  7. ব্রাশ টুল এ ক্লিক করে এর Opacity এবং Flow 100% করে নিতে হবে।
  8. এর পর ছবির ওপর ব্রাশ টুল দিয়ে ব্রাশ করতে হবে। 

  • MB_থেকে_KB_তে_পরিবর্তন।


  1. প্রথমে ছবিটিতে ক্লিক করে মাউস এর Right Button ক্লিক করে ছবির propaties দেখে নিতে হবে ।
  2.  তারপর ছবিটি Photoshop এ ওপেন করতে হবে।
  3. Open করার পর ছবিটিকে নতুন করে Save As/ Save করতে হবে।
  4. High, Mediam, Low এর স্লাইড টি নির্দিষ্ট পরিমাণ কমিয়ে এবং বাড়িয়ে নিতে হবে।
  5. এর পর ওকে করতে হবে। 

  • Dslr_এর_মত_Blur_করা। 

  1. প্রথমে photoshop ওপেন করতে হবে।
  2. Open করা ছবিটি Select করতে হবে।সিলেক্ট করার পর Ctrl + Enter ক্লিক করতে হবে।
  3. সিলেক্ট করা ছবির অংশটুকু Dublicate Layer তৈরি করতে হবে। Ctrl + J বাটন ক্লিক করার পর Dublicate Layer হয়ে যাবে।
  4. যেই Dublicate Layer নেওয়া হয়েছে তার উপর একটি ক্লিক করতে হবে। ফলে সিলেক্ট করা ছবিটি আবার সিলেক্ট হয়ে যাবে ।
  5. এরপর নিচের Blackground Layer টিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখা যাবে যে, Background Layer Select হয়ে গিয়েছে।
  6. এরপর আমরা যাব মেনুবারের Select এ তারপর Modify এ। Modify থেকে Expand এরপর 20 pix দিয়ে ওকে করতে হবে ।
  7. এবার যাব Edit এ। Edit থেকে Fill এ। Content Aware ঠিক রেখে Opacity 100% করে ওকে ক্লিক করতে হবে।
  8. এরপর সিলেক্ট টা উঠিয়ে দেওয়ার জন্য Ctrl + D ক্লিক করতে হবে।
  9. এরপর Filter। Filter থেকে Blur। Blur থেকে Iris Blur ক্লিক করতে হবে । পরের গুলো পারা যাবে আশা করি। 

  •  Refine_Edge_ব্যবহার_করে নিখুঁতভাবে_Background_Remove_করা। 


  1. প্রথমে Photoshop ওপেন করতে হবে ।
  2. তারপর ছবিটিকে Select করতে হবে। Select করার পর Add Layer Mask Icon এ ক্লিক করতে হবে। Mask করা Layer স্থানে Mouse এর Right Button ক্লিক করতে হবে।
  3. এরপর Refine Mask এ ক্লিক করতে হবে।
  4. তারপর ছবিটির চারপাশে ব্রাশ Icon টি দিয়ে ড্র করব ।
  5. তারপর ওকে তে ক্লিক করতে হবে।

No comments

Powered by Blogger.