কালো ছবিকে উজ্জ্বলতা দেওয়া।




  • কালো ছবিকে উজ্জ্বলতা দেওয়া। 

  1. প্রথমে New layer নিতে হবে। Ferground কালার কালো এবং Background কালার সাদা আছে কিনা তা দেখতে হবে।
  2. যদি না থাকে তাহলে Ferground কালার কালো এবং Background কালার সাদা করে নিতে হবে। Ctrl+Backspace ক্লিক করতে হবে।
  3. Alt চেপে ধরে Mask Icon এ ক্লিক করতে হবে। Blending Mode পরিবর্তন করে Soft light করে নিতে হবে।Ferground কালার সাদা এবং Background কালার কালো করে নিতে হবে।
  4. ব্রাশ টুল এ ক্লিক করে এর Opacity এবং Flow 100% করে নিতে হবে।
  5. এর পর ছবির ওপর ব্রাশ টুল দিয়ে ব্রাশ করতে হবে।

No comments

Powered by Blogger.