সফটওয়্যার ছাড়া কম্পিউটারের ফোল্ডার লক করার নিয়ম:
- সফটওয়্যার ছাড়া কম্পিউটারের ফোল্ডার লক করার নিয়ম:
- প্রথমে Desktop গিয়ে যে ফোল্ডার লক করব তার উপর Mouse পয়েন্টার নিয়ে Mouse এর বাম বাটন Click করতে হবে।
- এরপর Mouse এর ডান বাটন Click করে Properties Click করতে হবে।
- এরপর Security Click করতে হবে।এরপর Administrators Click করতে হবে।
- এরপর Edit এ Click করতে হবে আবার Administrators Click করতে হবে। Permissions For Administrators বক্সে গিয়ে Deny সবগুলাে বক্সে টিক মার্ক দিয়ে দিতে হবে।
- এরপর Apply Click করে ওকে Click করতে হবে।
বিঃ দ্রঃ ঠিক করতে হলে একই নিয়মে গিয়ে শুধু Deny সবগুলো বক্স থেকে টিক মার্ক উঠিয়ে দিতে হবে। এরপর Apply Click করে ওকে Click করতে হবে।
No comments